| দুপুর ১২:৩৩ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৫৬ রানে অলআউট টাইগাররা

অন লাইন ডেস্ক,১৪ জুন ২০১৫, রবিবার  :

অভিষিক্ত তারকা লিটন কুমার দাসের লড়াকু ব্যাটিংয়ে ২৫০’র কোঠা পার করলো বাংলাদেশ। তবে বাংলাদেশের প্রথম ইনিংস লম্বা হলো না আর। ২৫৬ রানে গুটিয়ে গেল মুশফিক বাহিনী। প্রথম ইনিংসে বাংলাদেশ ২০৬ রানে পিছিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে রোহিত শর্মার হাতে ক্যাচ দেয়ার আগে লিটন ৪৫ বলে করেন ৪৪ রান। মারকুটে ইনিংসে লিটন হাঁকান ৮ বাউন্ডারি ও একটি ছক্কা। টাইগারদের আট উইকেট ভাগাভাগি করেন ভারতীয় স্পিনার জুটি অশ্বিন-হরভজন। ২৫ ওভারের স্পেলে ৮৭ রানে ৫ উইকেট শিকার অশ্বিনের। হরভজন পান তিন উইকেট। বৃষ্টির উৎপাতে ফুতুল্লা টেস্টের শেষ দিনেও খেলা হয় সামান্যই । এতে ম্যাচের ভাগ্য ড্র’র দিকেই গড়াচ্ছিল। কিন্তু ব্যাট হাতে বাংলাদেশ তারকারা তাদের ধৈর্যচ্যুতির চিত্র জারি রাখেন। বৃষ্টির কারণে ম্যাচের পঞ্চম দিন মাঠে প্রথম বল গড়ায় মধ্যাহ্ন বিরিতির পর। আগের দিনের ৩০.১ ওভারে ১১১/৩ সংগ্রহ নিয়ে রোববার খেলা শুরুর প্রথম ঘণ্টায় বাংলাদেশ হারায় তিন উইকেট। দলীয় ১৭৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।   ব্যক্তিগত ৭২ রানে ভারতীয় অফ স্পিন তারকা হরভজন সিংকে উইকেট দেন ইমরুল কায়েস। সাকিব আল হাসান ৯ ও সৌম্য সরকার আউট হন ব্যক্তিগত ৩৭ রানে। তবে ব্যাটে প্রতিশ্রুতি দেখান অভিষিক্ত তারকা লিটন কুমার দাস।

সর্বশেষ আপডেটঃ ৪:১৯ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫