| সকাল ৯:৪২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মার্স মোকাবিলায় ‘ডব্লিউএইচও’র জরুরি বৈঠক

অন লাইন ডেস্ক,১৪ জুন ২০১৫, রবিবার  :

দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্সের ভয়াবহ প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি বৈঠক ডেকেছে।

মঙ্গলবার (১৬ জুন) এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মার্সের ভয়াবহতা আরও বাড়তে পারে আশঙ্কা করে ডব্লিউএইচও জানায়, ব্যাপক আকারে ছড়িয়ে যাওয়া মার্স নীরব ঘাতকের মতো।

এদিকে, ডব্লিউএইচও’র অ্যাসিসট্যান্ট ডিরেক্টর জেনারেল কেইজি ফুকুদা সিউলের এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন করে সংক্রমণ ছড়ানো মার্স ভাইরাস খুব বেশি শক্তিশালী নয়।

দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১৪৫ জন মার্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন যার মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবারে ১২ জন মার্স আক্রান্ত রোগী শনাক্ত হলে জরুরি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসাবিদদের অংশগ্রহণে এ জরুরি বৈঠকে চিকিৎসা সহায়তাসহ মার্স প্রতিরোধের ব্যাপারে আলোচনা করা হবে।

সর্বশেষ আপডেটঃ ১:২৫ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫