| সকাল ৯:০০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চলতি ব্যুরো মৌসুমে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৪৮ হাজার ৫৮১ মেঃ টন চাউল সংগ্রহের কাজ চলছে

 

স্টাফ রিপোর্টার, ১৩ জুন ২০১৫, শনিবার,
চলতি ব্যুরো মৌসুমে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জেলার ১৩ টি উপজেলা থেকে ৪৮ হাজার ৫’শ ৮১ মেঃ টন চাউল সংগ্রহের কাজ চলছে। মিলারদের কাছ উল্লেখিত চাল ক্রয় করা হবে সুত্র জা্‌নায়। মানসম্মত চাউল ক্রয়ের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
জেলা খাদ্য অফিস সুত্রে জানা যায়, জেলার ১৩ টি মধ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ৭ হাজার ৫৭ মেঃ টন, মুক্তাগাছা উপজেলায় ১২ হাজার ১২৫ মেঃ টন, ফুলবাড়ীয়া উপজেলায় ২ হাজার ৫৩৮ মেঃ টন, ত্রিশাল উপজেলায় ২ হাজার ৯৮৪ মেঃ টন, তারাকান্দা উপজেলায় ৪ হাজার ৪৭২ মেঃ টন, গফরগাঁও উপজেলায় ২ হাজার ৬৮ মেঃ টন, ভালূকা উপজেলায় ৬২৭ মেঃ টন, নান্দাইল উপজেলায় ১ হাজার ৯১৯ মেঃ টন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ২ হাজার ২০২ মেঃ টন, গৌরীপুর উপজেলায় ৩ হাজার ৭০ মেঃ টন, ফুলপুর উপজেলায় ৬ হাজার ৯৫ মেঃ টন, হালুয়া্‌ঘাট ৩ হাজার ৯৬ মেঃ টন ও ধোবাউড়াা উপজেলায় ৩২৯ মেঃ টন চাউল সংগ্রহ করা হবে। এসব চাউল জেলা বিভিন্ন উপজেলা রাইস মিলের মালিকদের সংগ্রহ করা হবে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুল হক। তিনি জানান, মানসম্মত চাউল সরবরাহ করতে ব্যর্থ হলে সে চাউল ফেরত দেয়া হবে। উপজেলা পর্যায়ে উপজেলা নিবাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিস্ট উপজেলা ক্রয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, উপজেলা কৃষি কর্মকর্তা, যে কোন ২জন উপজেলা কর্মকর্তা ও ২জন স’ানীয় গন্যমান্য ব্যক্তি রয়েছেন। উপদেষ্টা হিসেবে রয়েছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। জেলা খাদ্য নিয়ন্ত্রক আরো জানান, জেলার যে কোন উপজেলার চাউল সংগ্রহে অনিয়ম হলে তা বরদাস- করা হবে না। ##

সর্বশেষ আপডেটঃ ৯:৪০ অপরাহ্ণ | জুন ১৩, ২০১৫