হোসেনপুরে বাল্য বিবাহ পন্ড বর, পিতা ও কাজীর জেল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ ১৩ জুন ২০১৫, শনিবার,
হোসেনপুর ইউএনও’র হস-ক্ষেপে বাল্য বিবাহ পন্ড হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিন কুড়িমারা গ্রামের আবদুল ওয়াহাবের কন্যা ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শিখা আক্তার(১৪) সাথে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দিনের পুত্র পিয়েল মিয়া(২০) এর সাথে শুক্রবার বিবাহের দিন ধার্য করে। খবর পেয়ে হোসেনপুর উপজেলা নিবার্হী অফিসার তরফদার সোহেল রহমান উপসি’ত হয়ে বাল্য বিবাহ পন্ড করে দেয়। বাল্য বিবাহের আপরাধে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে বর পিয়েল মিয়া ও পিতা আলাউদ্দিনকে ৭ দিন করে এবং কাজী মোহাম্মদ আলীকে ২০ দিনের জেল দেন।