| সন্ধ্যা ৭:০৯ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নির্বাচনের প্রচারণায় নামছেন হিলারি

অন লাইন ডেস্ক, ১৩ জুন ২০১৫, শনিবার:

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বচানকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) নিউইয়র্কে ৠালী অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনপত্নী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি।

ম্যানহাটন ও কুইন্সের মাঝে অবস্থিত রোজভেল্ট আইল্যান্ডে এ ৠালী অনুষ্ঠানের কথা রয়েছে। এতে কয়েক হাজার সমর্থক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ৠালীতে হিলারি তার স্বামী বিল ক্লিনটন ও মেয়ে চেলসিকে নিয়ে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী প্রচারণা উপলক্ষে ৠালীর আগের রাতে বিবৃতিসহ একটি ভিডিও প্রকাশ করেছেন ৬৭ বছর বয়সী হিলারি।

বিবৃতিতে সাবেক এই ফার্স্ট লেডি বলেছেন, প্রতিটা মানুষই একটা সুযোগের দাবিদার। এই সুযোগ সৃষ্টি করাই আমাদের স্বপ্ন।

তিনি বলেন, প্রতিটা আমেরিকান ও তাদের পরিবারের একজন চ্যাম্পিয়ন দরকার, যে তাদের জন্য প্রতিটা দিন, প্রতিটা সময় লড়াই করবে। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।

২০১৬ সালের নির্বাচনী লড়াইয়ে জয়ী হলে হিলারি ক্লিনটনই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৫ অপরাহ্ণ | জুন ১৩, ২০১৫