| বিকাল ৩:২২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে তিনদিন যাবৎ বাস চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক, ১২ জুন ২০১৫, শুক্রবার,
মালিক ও শ্রমিক পক্ষের একাংশের দ্বন্দ্বে গত তিন দিন যাবৎ শেরপুর থেকে বাজধানিসহ আভ্যন্তরীন সকল রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ চাঁদাবাজির পরস্পর বিরোধী অভিযোগ তুলে সাংবাদিক সস্মেলন করেছে। এ অবস্থায় জেলায় পরিবহন সেক্টরে ক্রমেই অচলাবস্থা বাড়ছে। দূভোর্গে নাকাল যাত্রীরা ,সমাধান চেয়েছেন এ দূরাবস্থার ।
বেশ কিছুদিন যাবৎ জেলা সড়ক পরিবহন শ্রমিক ই্‌উনিয়নের একাংশের চাঁদাবাজির অভিযোগে জেলা বাসকোচ মালিক সমিতি আন্দোলন করে আসছে। চাঁদাবাজি বন্ধ না হওয়ার ঘটনায় মালিক সমিতি পুনঃ পূনঃ বাস ধর্মঘটও পালন করে। একই অভিযোগে গত ১০ জুন বুধবার সকাল থেকে শেরপুর থেকে রাজধানীসহ আভ্যনত্মরিন সকল রোডে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচলে ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি। ধর্মঘটের দু’দিনের মাথায় বৃহস্পতিবার রাতে শহরের নবিনগর বাসটার্মিনাল এলাকায় শ্রমিক ইউনিয়নের একাংশের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ তুলে লিখিত বক্তব্যে মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনের পদত্যাগ দাবি করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোসত্মফা। তার সাথে একাত্ততা পোষন করেন একই সংগঠনের সহসভাপতি হামিদুর রহমান, জেলা ট্রাক চালক – শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ দুলাল উদ্দিন, আনোয়ারম্নল হাসান উৎপল প্রমূখ। অন্যদিকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোসত্মফাকে প্রকৃত চাদাবাজ ও সন্ত্রাসী আখ্যায়িত করে তার নেতৃত্বে পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে গতকাল শুক্রবার দুপুরে নতুন বাস টার্মিনাল এলাকায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মজনু অভিযোগ করে বলেন, চাদাবাজিসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোসত্মফাকে বহিষ্কার করার পর থেকেই একটি বিশেষ চক্র মালিক ও শ্রমিক সংগঠনের ন্যায় সংগত সিদ্ধানেত্মর বিরোধিতা করে নৈরাজ্যের সৃষ্টির পাঁয়তারা করছে। ওই অবস’ার দ্রম্নত অবসান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন বলেও জানান। এফএনএস:

সর্বশেষ আপডেটঃ ১০:০১ অপরাহ্ণ | জুন ১২, ২০১৫