| রাত ১১:৩৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ শহরে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

 স্টাফ রিপোর্টার, ১২ জুন ২০১৫, শুক্রবার,

ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে নবী হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার  দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবদল নেতা শহরের বিদ্যাময়ী স্কুলের পেছনে জেসিগুহ রোড এলাকার বাসিন্দা।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে শহরের মিন্টু কলেজ রেলক্রসিংয়ের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন নবী হোসেন। এরপর জুমার নামাজা আদায়ের জন্য মসজিদের উদ্দেশে রেলক্রসিং পার হওয়ার সময় পা পিছলে লাইনের উপর পড়ে যান।
এ সময় ময়মনসিংহ জংশনমুখী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪১ অপরাহ্ণ | জুন ১২, ২০১৫