| বিকাল ৫:৪০ - শুক্রবার - ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক | ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,

কুমিল্লার রাজাপুর ও সদর রসুলপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইনের পাত প্রায় ৬ ইঞ্চি ভেঙে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে রসুলপুর স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি এবং  ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল স্টেশনে চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস আটকা পড়েছে। রেললাইন ঠিক করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার শফিকুর। তবে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল বন্ধ হলেও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলছে।

 

সর্বশেষ আপডেটঃ ১০:১৭ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫