| রাত ১২:১৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পুলিশ বাহিনী জনগণের আস্থা সমুন্নত রাখবে- পুলিশ কনকর্ড প্লাজার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী দিন-রাত জনগণের সেবায় নিয়োজিত। এজন্য তাঁর সরকার এ বাহিনীর কল্যাণে যত্নশীল। প্রধানমন্ত্রী আজ রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, পুলিশ বাহিনী জনগণের আস্থা সমুন্নত রাখবে।
শেখ হাসিনা আরো আশা প্রকাশ করেন যে, পুলিশ বাহিনীর সদস্যদের কল্যাণে এই প্লাজা সহায়তা করবে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০০০ সালে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট গঠন করে। শুরু থেকে এই প্রতিষ্ঠান পুলিশ বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করছে। এই ট্রাস্ট পুলিশ সদস্যদের মাঝে একতা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত উন্নয়নেও কাজ করে যাচ্ছে।
এতে পুলিশ মহাপরিদর্শক এ কে এম সহিদুল হক বক্তৃতা করেন। অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বাসস) :

সর্বশেষ আপডেটঃ ৯:৫৯ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫