নান্দাইলে শিশু হত্যা মামলার মূল আসামী জয়দেবপুর হতে গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের জয়নাল আবেদীনে শিশু পুত্র সাইদুর রহমান (৮) হত্যার মামলা অন্যতম আসামী রায়পাশা গ্রামের আবদুল হাসিমের পুত্র চানঁনমিয়া (৫২) কে গাজীপুর জেলার জয়দেবপুর থেকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল/১৫ দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাইদুর রহমান (৮) হত্যা করে লাশটি একটি পানের বরজের পার্শে ফেলে রাখে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা-নং ৩৪(৪)১৫ রম্নজু হওয়ার পর মামলা আসামীরা পলাতক ছিল। বুধবার (১০জুন) গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুলস্নাহ এর নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রেজাউল করিম সঙ্গীয় ফৌসসহ গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে মামলার অন্যতম আসামী রায়পাশা গ্রামের আবদুল হাসিমের পুত্র চানঁনমিয়া (৫২) কে গ্রেফতার করে ময়মনসিংহ কোর্টে প্রেরন করা হয়েছে। ধৃত আসামী নান্দাইল থানায় জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।#