| রাত ১:৫৩ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘‘তুই থানায় গিয়া লিখিত দিবে, আমরার উপর কোন অভিযোগ নাই’’

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের তারাকান্দা দরিদ্র পিতৃহীন এক মাদ্‌রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরনের পর থেকে অপরণকারীর স্বজনরা ভিকটিমের পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। অপহৃত ছাত্রীর ভাই মোঃ নুরুল আমিনের বাড়ীতে গিয়ে অপহরনকারীর স্বজনরা হুমকি দিয়ে বলছে, তুই থানায় গিয়া লিখিত দিয়ে আসবে, আমরার উপর কোন অভিযোগ নাই। এ কথায় রাজী না হওয়ায় গত মঙ্গলবার রাতে তার বাড়ীতে গিয়ে অপহৃত ছাত্রীর ভাই নুরুল আমিনকে মারধর করে। নুরুল আমিন জানান, গত সোমবার বালিজানা গ্রামের প্রতিবেশী রজব আলীর পুত্র আল-আমিন(২২) তার বোন তারাকান্দার একটি মহিলা মাদ্‌রাসা ছাত্রী নাজমীনা আক্তারকে (১৫) অপহরণ করে। তিনি বাদী হয়ে তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:১৮ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫