| বিকাল ৫:৪২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ পরিত্যক্ত

অন লাইন ডেস্ক, ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার:

বৃষ্টি থামলেও খেলার জন্য মাঠ উপযোগী না হওয়ায় বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। বৃষ্টির কারণে ফতুল্লা টেস্টের প্রথম দিন মাত্র ৫৬ ওভার খেলা হয়েছিল। আজ দ্বিতীয় দিন তাই নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘণ্টা আগে খেলা এগিয়ে নেয়া হয়। খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়। কিন্তু এগিয়েও কোনো লাভ হয় নি। রাত থেকে ভারি বর্ষণের কারণে আজ বল মাঠেই গড়ায় নি। সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। ফতুল্লা স্টেডিয়ামে যেন পানির বন্যা। বৃষ্টি থামার আপ আজ কয়েকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। সর্বশেষ দুপুর ২ টার দিকে শেষবার মাঠ পরিদর্শন করেন তারা। কিন্তু খেলার উপযোগী না হওয়ায় দ্বিতয়ি দিনের খেরা পরিত্যক্ত ঘোষণা করেন তারা। গতকাল প্রথম দিনে ভারত বিনা উইকেটে ২৩৯ রান করে। শিখর ধাওয়ান ১৫০ ও মুরলি বিজয় ৮৯ রানে অপরাজিত থাকেন।

সর্বশেষ আপডেটঃ ৫:০০ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫