| রাত ৯:৫২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় দলিল লেখকদের জিম্মি করে সাবরেজিষ্ট্রারের ঘুষ বানিজ্যের অভিযোগ

ধোবাউড়া প্রতিনিধি: ১০ জুন, বুধবার,
ধোবাউড়ায় সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের জিম্মি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার উপজেলা সাবরেজিষ্টার দলিল লেখক আহম্মদ আলী, আলমাস, নজরুল ভেন্ডারসহ কয়েকজনকে নিয়ে একটি গোপন বৈঠক করে। এতে প্রতি দলিলে অতিরিক্ত ৩০০ টাকা আন্ডারভেলু দেওয়ার সিদ্ধান্ত হয়। আর এই টাকা উল্লেখিত দলিল লেখকদের নিয়ে ভাগভাটোয়ারা হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। ঘুষ দুনীতি করে কয়েকজন স্বার্থান্বেষী মহলের সহায়তায় সাবরেজিষ্টার তার পকেট ভরছে। আর এইসব টাকা বহন করছে সাধারন মানুষ। সাবরেজিষ্ট্রি অফিসের হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে প্রায় ১০০ দলিল করা হয় যার আন্ডারভেলু আসবে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা এবং প্রতি মাসে প্রায় ১,২০,০০০ এক লক্ষ বিশ হাজার টাকা। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক বলেন সাইবের সিদ্ধান্ত না মানলে আমাদের দলিল নেবে না। এছাড়া জমির শ্রেণি পরিবর্তন করে দলিল করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে সাবরেজিষ্টারের বিরুদ্ধে। অধিকাংশ দলিল শ্রেণি পরিবর্তন করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এব্যাপারে একজন দলিল লেখক বলেন, ১০০ এর মধ্যে ৮০টি দলিলই শ্রেণি পরিবর্তন করে করা হয়। নয়নকান্দি মৌজার সাড়ে ৩৭ শতাংশ বিক্রিত ভূমি দানসূত্রে দলিল করে সরকারের প্রায় ৩০ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। গামারীতলা মৌজার জাফর হোসেনের জমি বিক্রি করে একই গ্রামের ফুল মিয়ার কাছে। উক্ত দলিলের সৌদি পরিবর্তন করে দলিল লেখক আহাম্মদ আলী। অভিযোগ রয়েছে সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী রেজাউল এর সহায়তায় আহাম্মদ সরকার এই জালিয়াতি করে। এ ঘটনায় মঙ্গলবার বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারির মত ঘটনা ঘটে। এছাড়া নতুন ৩৫ জনকে দলিল লেখক সনদ প্রদান করা হয়েছে। এখানেও রয়েছে অনিয়ম ও দুনীর্তির অভিযোগ।। নিয়মঅনুযায়ী একজন দলিল লেখকের নূন্যতম এসএসসি পাশ থাকার কথা থাকলেও জাল সনদ দিয়ে লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতসব অভিযোগের ব্যাপারে সাবরেজিষ্টারের সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।##

সর্বশেষ আপডেটঃ ৭:২৬ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫