| বিকাল ৫:১৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পায়ের রগ কেটে, বোমা মেরে মানুষ হত্যা কোন রাজনীতি নয়- তারাকান্দায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী

 

রফিক বিশ্বাসঃ   তারাকান্দা, ১০, জুন, বুধবার,

দেশ এখন দু মেরুদন্ডে চলছে। একটি অন্ধকারের দিকে, অপরটি আলোর দিকে। আমরা দেশটাকে আলোকিত বাংলাদেশ দেখতে চাই। তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন,পায়ের রগ কেটে, বোমা মেরে মানুষ হত্যা কোন রাজনীতি নয়। এ রাজনীতি পরিহার করে বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ হিসেবে গড়তে সকলকে এগিয়ে আসার আহব্বান করেন। আজ বুধবার ময়মনসিংহের তারাকান্দা এক পথসভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় উপরোক্ত কথা বলেন। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ এর সভাপতিত্বে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন, ফাহ্‌মী গোলন্দাজ বাবেল এম পি, আনোয়ারুল আবেদিন খান তুহিন এম পি, আলী আজম মুকুল এম পি। তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শামছুল আলম এর পরিচালনায় পথসভা স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ আপডেটঃ ৬:২৭ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫