| রাত ১:৪৪ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১০ হাজার টাকা সম্মানী ভাতা দেয়ার দাবী হোসেনপুর মুক্তিযোদ্ধাদের

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১০ জুন ২০১৫, বুধবার:

সকল মুক্তিযোদ্ধার নামে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়ার দাবী জানিয়েছেন হোসেনপুর উপজেলার মুক্তিযোদ্ধারা। প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধাদের বয়স ৬৫ বছর বা তার উর্ধ্বে তাদের ১০ হাজার টাকা করে ভাতা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এ নিয়ে হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ মুক্তিযোদ্ধারা ক্ষোভ ও অসন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রস্তাবিত বাজেট পেশ এর আগেই প্রচার মাধ্যমে এ বিষয়টি প্রকাশ হওয়ায় মুক্তিযোদ্ধারা এক আলোচনা সভার মিলিত হন। আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ ছালাম, ডেপুটি কমান্ডার জামাল উদ্দিন, সহকারী কমান্ডার (অর্থ) আঃ মোতালিব, সহকারী কমান্ডার জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার প্রমুখ। জানা গেছে, হোসেনপুর উপজেলার ২০৪ জন ভাতাভোগীর মধ্যে যাদের বয়স ৬৫ বা তার উর্ধ্বে এমন অন্তত ৫০ জন মুক্তিযোদ্ধা ভাতা পাইতে পারেন। এতে করে মুক্তিযোদ্ধারা ভাতা বৈষম্যের শিকার হবে। প্রায় মুক্তিযোদ্ধারাই অত্যন্ত মানবেতর জীবন যাপন করেন। মুক্তিযুদ্ধে যাওয়ার সময় তরুণ, যুবক-ছাত্ররাই অংশ নিয়েছেন বেশি। আর এ কারণেই সকল মুক্তিযোদ্ধাদের নামে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাওয়ার দাবীদার। উপজেলার সকল মুক্তিযোদ্ধারাই সরকারের কাছে ১০ হাজার টাকা করে ভাতা দেয়ার দাবী জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৮ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫