| সকাল ৭:১৪ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোয়াইট হাউসে বোমাতঙ্ক !

অন লাইন ডেস্ক, ১০ জুন ২০১৫, বুধবার:

হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট সংবাদ-সম্মেলন কক্ষে ব্রিফ করছিলেন। এ সময় ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টে ফোন করেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি জানান, ব্রিফিং কক্ষে বোমা আছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে ছিলেন এবং ফার্স্টলেডি মিশেল ও দুই মেয়ে মালিয়া ও সাশা ছিলেন হোয়াইট হাউসের বাসভবনে। এ সময় গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত সংবাদ-সম্মেলন কক্ষ থেকে সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মীদের সরিয়ে নেন। কিন্তু, তল্লাশির পর সেখানে কোন বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ৩০ মিনিট পর সাংবাদিক ও হোয়াইট হাউস কর্মীদের ফিরিয়ে আনা হয়। কিন্তু, ওবামা ও তার পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়নি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ব্রিফিং কক্ষ ছাড়া আর কোথাও তল্লাশি পরিচালিত হয়নি। জশ আর্নেস্ট বলেন, ব্রিফিং কক্ষ খালি করার সময় প্রেসিডেন্ট তার ওভাল অফিসে ছিলেন এবং সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নেয়নি। ফার্স্টলেডি, মালিয়া ও সাশা ছিলেন তাদের বাসভবনে। তাদেরকেও সরিয়ে নেয়া হয়নি। এ সময় অনেক সাংবাদিকই প্রশ্ন করেছেন, কেন ওবামা ও তার পরিবারকে সরিয়ে নেয়া হলো না। কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। অজ্ঞাত যে ব্যক্তি ফোন করে ব্রিফিং কক্ষে বোমা থাকার খবর দিয়েছিলেন, তাকে শনাক্তের চেষ্টা করছে সিক্রেট সার্ভিস।

সর্বশেষ আপডেটঃ ১২:৪৬ অপরাহ্ণ | জুন ১০, ২০১৫