| সকাল ৬:৫৮ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জের চার যুবক ভারতের কারাগারে বন্দি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি, ০৯ জুন ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চার যুবক ভারতের কারাগারে দীর্ঘ দিন ধরে বন্দি রয়েছেন। তারা হলেন জয়নাল উদ্দিন, লাল মিয়া, বিলস্নাল হোসেন, আবু সাঈদ ফকির। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক নির্দেশে থানা পুলিশ আজ মঙ্গলবার তদনেত্ম চার যুবকের বাড়ি উপজেলার বিভিন্ন স্থানে উলেস্নখ করে প্রতিবেদন পাঠান।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়হিতের নিজপুবাইল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (৩২), মাইজবাগের হারম্নয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে লাল মিয়া (২৫), পৌরসদর শিমরাইল গ্রামের মুরসাব আলীর ছেলে বিলস্নাল হোসেন (৩৫), জাটিয়ার বাঁশাটি গ্রামের হোসেন আলী ফকিরের ছেলে আবু সাঈদ ফকির (৩২) ভারতে কারাগারে আটক থাকায় তাদের তথ্য যাচাইয়ের জন্য নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার থানার এসআই বশিরুল আলম তদন্ত করেন।
এসআই বশিরুল আলম জানান, প্রায় এক বছরের বেশি সময় ধরে ভারতের কারাগারে আটককৃতদের সাথে পরিবারের কোনো প্রকার যোগাযোগ নেই। তিনি ধারণা করছেন কোনো প্রতারক চক্রের খপ্পরে পরে ভারতের পাচার হয়ে কারাবন্দি রয়েছেন ওই ব্যক্তিরা। যারা আটক রয়েছেন তারা সবাই খুব দরিদ্র। দারিদ্র্যতার সুযোগ নিয়ে তাদের ভারতে নেওয়া হতে পারে বলে ধারণা তাঁর।##

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৫