| রাত ৯:৫৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফিফার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ম্যারাডোনা!

অন লাইন ডেস্ক,৯ জুন ২০১৫, মঙ্গলবার:

সেপ ব্লাটারের জায়গায় ফিফার প্রেসিডেন্টের চেয়ারে কে বসছেন তা এখনও নিশ্চিত নয়। তবে জর্ডানের প্রিন্স আলী বিন হুসাইনের সম্ভাবনা প্রবল। আর এমনটা হলে দিয়েগো মারাডোনার ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার সম্ভবনা আছে বলে তিনি নিজেই জানালেন। আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী তারকা ম্যারাডোনা ফিফার প্রেসিডেন্ট পদে প্রিন্স আলীকেই সমর্থন করে আসছেন। সেপ ব্লাটারকে তিনি চোখপড়ে দেখতে পারেন না। ব্লাটারকে ‘স্বৈরাচার’ ও ফিফাকে ‘দুর্নীতির আখড়া’ও বলেছেন। গত বছর ব্রাজিল বিশ্বকাপে নিজ দেশের তারকা খেলোয়াড় লিওনেল মেসি গোল্ডেন বল জেতার পরও ফিফার সমালোচনা করেন তিনি। বাণ্যিজ উদ্দেশ্যেই মেসিকে সোনার বল দেয়া হয় বলে তিনি তখন দাবি করেন। ফিফার মহাকেলেঙ্কারি আস্তে আস্তে ফাঁস হওয়ায় টানা পঞ্চমবারের মতো ফিফা প্রেসেডেন্ট নির্বাচিত হয়েও পদত্যাগ করেছেন সেপ ব্লাটার। সামনে ফের ফিফার প্রেসিডেন্ট নির্বাচন হবে। আর সেখানে জর্ডানির প্রিন্স আলীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে ম্যারাডোনা ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রিন্স আলী প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি ভাইস প্রেসিডেন্ট হতে পারি। এই সম্ভাবনা প্রবল।’ সেপ ব্লাটারকে সুযোগ পেলেই সমালোচনার তীরে বিদ্ধ করেন ম্যারাডোনা। প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার পরও ফের তার এক হাত নিলেন। আটক হওয়ার ভয়ে ব্লাটার পদত্যাগ করেছেন মন্তব্য করে তিনি বলেন, ‘এফবিআই ও সুইস পুলিশের ভয়েই ব্লাটার পদত্যাগ করেছেন। হাতকড়া পরার ভয় ছিল তার।’ ফিফার ভাইস প্রেসিডেন্ট হলে বিশ্বের সর্বোচ্চ এ ফুটবল সংস্থাটিকে পরিচ্ছন্ন করবেন বলেও কথা দিলেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৬ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৫