| রাত ৯:১২ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ভারতে দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘আসোবা’

অন লাইন ডেস্ক,৯ জুন ২০১৫, মঙ্গলবার:

ভারতের পশ্চিমাঞ্চলীয় গোয়া উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ‘আসোবা’। আরব সাগরে তৈরি সাইক্লোনটি মুম্বাই থেকে পাঁচশ ৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর।

মৌসুমি এ সাইক্লোনের প্রভাবে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূল ছাড়াও পাকিস্তানের দক্ষিণে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে।

প্রাথমিকভাবে এটি উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এটি ভয়ঙ্কর সাইক্লোনে রুপান্তরিত হবে।

তবে এর গতিপথ দেখে মনে হচ্ছে, এটি ভারতে নাও আঘাত হানতে পারে। সেক্ষেত্রে এটি ওমানে আঘাত হান‍ার কথা বলছে দেশটির আবহাওয়া অধিদফতর।

আমরা এর গতিপথ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এটি বর্তমানে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে এগুচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এর তীব্রতা ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে বলেন জানান আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা।

এদিকে, সাইক্লোন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকার।

তবে কবে নাগাদ সাইক্লোনটি আঘাত হানতে পারে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৪:০৮ অপরাহ্ণ | জুন ০৯, ২০১৫