| রাত ১২:০১ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এবার রজনীকান্তর নায়িকা বিদ্যা বালান

অন লাইন ডেস্ক, ৮ জুন ২০১৫, সোমবার:

ঐশ্বরিয়া রাই বচ্চন (রোবট), দীপিকা পাড়ুকোন (কোচাদাইয়া) ও সোনাক্ষী সিনহার (লিঙ্গ) পর এবার ভারতের দক্ষিণী ছবির মহাতারকা রজনীকান্তর সঙ্গে পর্দায় প্রেম করার প্রস্তাব পেয়েছেন বিদ্যা বালান। সব ঠিক থাকলে তাদের রসায়ন দেখা যাবে রূপালি পর্দায়।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন পি. রঞ্জিত। আগামী আগস্ট থেকে মালয়েশিয়ায় এর  দৃশ্যায়ন শুরু হয়ে চলবে ১২০ দিন। এতে এক ডনের ভূমিকায় দেখা যাবে রজনীকান্ত। শুরুতে পরিকল্পনা ছিলো কোনো নায়িকা রাখা হবে না। কিন্তু পরে বিদ্যার কথা ভাবা হয়েছে।

অনেক বছর আগে একটি তামিল ছবিতে কাজ শুরু করলেও পরে বাদ পড়েন বিদ্যা। সেই থেকে তামিল ভাষার ছবি এড়িয়ে চলেন তিনি। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী এখন ব্যস্ত ‘হামারি আধুরি কাহানী’ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমরান হাশমী এবং রাজকুমার যাদব। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুন।

 

সর্বশেষ আপডেটঃ ৪:২৬ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫