| রাত ২:৫৬ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চীনের মাটিতে ভারতের ব্যবসাসফল ছবি ‘পিকে’

অন লাইন ডেস্ক, ৮ জুন ২০১৫, সোমবার:

ভারতে ঝড় তোলার পর চীনের বক্স অফিসে ইতিহাস গড়লো আমির খানের ‘পিকে’। দেশটিতে এ ছবির আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপির ঘর (১০১ কোটি ৮১ লাখ রুপি)। ভারতের কোনো ছবি চীনে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি আগে। বলা যেতে পারে এটাই এখন বিদেশের মাটিতেও ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি।

গত ২২ মে চীনের ৫ হাজার ৪০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’। ১৬ দিনের ব্যবধানে ছবিটি সেখানে ঢুকে পড়লো ১০০ কোটির ঘরে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, আন্তর্জাতিক বাজারে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়ের রেকর্ডটি এখন ‘পিকে’র দখলে।

চীনে ‘পিকে’র অভাবনীয় সাফল্যে পরিচালক রাজকুমার হিরানি বলেন, ‘কখনও ভাবিনি এই ছবি চীনা দর্শকদের ভালো লাগবে। আমি সত্যিই উচ্ছ্বসিত।’

এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানে ভারতের সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবির তকমা পেয়েছে ‘পিকে’। গত বছরের ১৯ ডিসেম্বর মুক্তির পর এখন পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী মোট আয় করেছে ৬১৫ কোটি রুপি। ছবিটিতে আমিরের পাশাপাশি অভিনয় করেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সৌরভ শুক্লা।

 

সর্বশেষ আপডেটঃ ১:১৫ অপরাহ্ণ | জুন ০৮, ২০১৫