
দুই রিয়ার ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোন তৈরি করছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। সম্প্রতি স্মার্টফোনটির কিছু ছবি প্রকাশ করেছে টেকগ্যাজেটস নামক প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট।
ছবিতে দেখা গেছে, দুটি আলাদা রংয়ের কেসিংয়ে এই স্মার্টফোন বাজারে ছাড়া হতে পারে। এছাড়া এই ফোনে থাকতে পারে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে।
স্মার্টফোনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার এর ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে আরও আকর্ষণীয় ছবি তোলা সম্ভব হবে।