| সকাল ৬:৫৫ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুরের গরমে অতিষ্ট শিশু ও বৃদ্ধ, নিওমোনিয়া ও ডায়ারিয়াইয় আক্রানত্ম

বাজিতপুর সংবাদদাতা ঃ- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়নে গত ৪ দিন ধরে খররম্নদ্র ও উচ্চ তাপমাত্রায় শিশু বৃদ্ধ সহ সকল পেশার মানুষেরা জৈষ্ট্রের তাপে শিশু ও বৃদ্ধ গরমে অতিষ্ট হয়ে পড়ছেন। এই ছাড়া উচ্চ তাপমাত্রায় শিশু বৃদ্ধ ও বিভিন্ন বয়সের লোকজন ডায়ারিয়া ও নিওমোনিয়ায় আক্রানত্ম হয়ে সরকারী হাসপাতাল – ভাগলপুর জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। এই গরমে সন্ধ্যার পর হতে রাতে অনত্মত ৫-৬ বার বিদ্যুৎ উঠানামার কারণে অনেকের রাতের ঘুম হারাম হচ্‌েছ। কিন’ বিদ্যুৎ বিভাগ খেয়াল খুশিমত লোডশেডিং দেওয়ার ফলে জনজীবন বির্পযসত্ম হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন গ্রাহক জানান, বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মচারীদের কারণে বাজিতপুরে গনগন লোডশেডিং দেওয়া হচ্ছে। বাজিতপুর আবাসিক প্রকৌশলী জানান আগের তুলনায় লোডশেডিং এর মাত্রা অনেক হারে কমে গেছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৫০ অপরাহ্ণ | জুন ০৭, ২০১৫