মুম্বাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭,আহত ২৫

অন লাইন ডেস্ক, ৭ জুন ২০১৫, রবিবার:
ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (০৬ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মুম্বাই শহরের আন্ধেরির চান্দিভালিতে লেক হোম সোসাইটির ৩নং ভবনে আগুনের সূত্রপাত। ২২ তলা বিশিষ্ট ওই ভবনের ১৪ তলায় আগুন লাগে।
মুম্বাই ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে রাতে তারা আগুন নেভাতে সক্ষম হয়।
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি মুম্বাই ফায়ার সার্ভিস টিম।