| ভোর ৫:১৯ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় এক কলাগাছে ২৭ মুচা

 

আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ০৪ জুন, বৃহস্পতিবার,

এক কলাগাছে ২৭টি মুচা (থোর) বের হওয়ার খবরে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন শত শত উৎসুক জনতা। আজব এ ঘটনাটি ঘটেছে উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নে নামাপাড়া গ্রামে মৃত হাসুন আলী কবিরাজের পুত্র কৃষক আবুল কালাম এর আঙিনায়।
সরেজমিনে আবুল কালামের সাথে কথা বলে জানাগেছে, গত বছর ২০১৪সালের মে মাসে তিনিই এগাছটি রোপন করেন। ১বছর ৩মাস পর হঠাৎ ১০/১২দিন একটি থোর আসতে দেখেন। নিয়মানুযায়ী থোর আসছে কলা হবে এটাই স্বাভাবিক। ৬/৭দিন আগে দেখতে পান একাধিক থোর আসছে। এনিয়ে কানাকানি শুরম্ন হলে ধারাবাহিকভাবে থোর আসতে থাকে। বৃহস্পতিবার পর্যনত্ম ২৭টি মুচা বা থোরের সন্ধান মিলেছে। তার দাবী এটি সৃষ্টিকর্তার কুদরত।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহ্‌সানুল বাসার জানান, তাপমাত্রা, নেচারাল, জৈব রাসায়নিক প্রক্রিয়ার কারণে হতে পারে। এতে ফল হয় না, তবে যদি হয় তাহলে সেটা হবে দৃষ্টানত্ম।
বাকৃবি হটিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আ. রহিম জানান, পলি এমব্রায়োনিক মিউটেশনের কারণে হয়, যা মাল্টি হেডেড বাল্ব নামে পরিচিত। ###

সর্বশেষ আপডেটঃ ৯:৫৫ অপরাহ্ণ | জুন ০৪, ২০১৫