| সকাল ১১:১৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্দান্ত সেরেনা

অন লাইন ডেস্ক,৪ জুন ২০১৫, বৃহস্পতিবার:

দুর্দান্ত সেরেনা উইলিয়ামস নিজের দুর্ধর্ষ রূপ বজায় রেখেই চলেছেন। ক্যারিয়ারের ২০তম গ্রান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি। বুধবারের কোয়ার্টার ফাইনালে সারা এরানিকে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দেন তিনি। ১৭ নম্বর বাছাই এরানিকে প্রথম সেট হারাতে মাত্র ২৭ মিনিট সময় নেন যুক্তরাষ্ট্রর কৃষ্ণকলি। কিন্তু দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়েন এরানি। তবে সব মিলিয়ে সেরেনার সামনে ৬৫ মিনিটের বেশি দাঁড়তে পারেন নি তিনি। ২০০২ ও ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেনজয়ী সেরেনা সেমিফাইনালে খেলবেন টিমিয়ে বেসিনকাই-এর বিপক্ষে। সুইজারল্যান্ডের এ টেনিস তারকা কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৭-৫ গেমে হারান বেলজিয়ামের অ্যালিসন ভ্যানকে। শেষ আটে সহজ জয় পেলেও প্রতিটি ম্যাচ নির্ভার হয়ে খেলছেন বলে জানালেন সেরেনা। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচ আমি নির্ভার হয়ে খেলার চেষ্টা করছি। নিজের ওপর কোনো ধরণের চাপ দিচ্ছি না। কিন্তু ভাবতে পারছি না- এমন খেলেও আমি এখনও টুর্নামেন্টে টিকে আছি। আর এ কারণেই নিজেকে খুব সুখী মনে হচ্ছে।’

সর্বশেষ আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | জুন ০৪, ২০১৫