তারাকান্দায় জব্দ অভিযানে নেই নম্বর বিহীন মোটরসাইকেল

রফিক বিশ্বাস,৪ জুন ২০১৫, বৃহস্পতিবার,তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: গত বুধবার ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল জব্দ অভিযান শুরু হওয়ার ফলে সড়কে নম্বর বিহীন মোটরসাইকেলের দেখা মিলছে না। জেলা পুলিশের নির্দেশে সকল থানা অফিসার ইনচার্জ পত্র-পত্রিকা ও মাইকিং করে নিজ নিজ দায়িত্বে রেজিষ্টেশন করার আহ্বান করেন। মঙ্গলবার নির্ধারিত তারিখে স্বেচ্ছায় মোটরসাইকেল রেজিষ্টেশনের মেয়াদ শেষ হওয়ায় পুলিশের জব্দ অভিযান শুরু হয়। জব্দ অভিযানের ভয়ে রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেলের মালিকগণ রাস্তায় বের হচ্ছে না।