| সকাল ১০:১০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাসের ধাক্কায় আহত মাশরাফি বিন মর্তুজা

অন লাইন ডেস্ক,৪ জুন ২০১৫, বৃহস্পতিবার:

অনুশীলনে অংশ নিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আসার পথে বাসের ধাক্কায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় চড়ে মাশরাফি মিরপুর স্টেডিয়ামের দিকে রওয়ানা হন।  এ সময় পেছন থেকে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি। এ সময় দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান তিনি।  দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পর্যবেক্ষনে আছেন তিনি। দেবাশিষ জানিয়েছেন, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা না বলে তিনি সংবাদমাধ্যমকে কিছু জানাতে পারবেন না। তবে তিনি জানিয়েছেন, মাশরাফিকে নিয়ে শঙ্কার তেমন কিছু নেই।

খুব কাছে চলে এসেছে ভারত সিরিজ। এই সিরিজকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। তবে চতুর্থ দিনের (০৪ জুন) অনুশীলনে যোগ দিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসার পথে আহত হন টাইগারদের অধিনায়ক মাশরাফি

সর্বশেষ আপডেটঃ ১:৩৩ অপরাহ্ণ | জুন ০৪, ২০১৫