ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফি সোসাইটির শিল্পাচার্য জয়নুল সংগ্রহশালায় ৫দিনের প্রদর্শনী শুরু
এএইচএম মোতালেবঃ , ০৩ জুন, বুধবার,
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার গ্যালারীতে ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে পাঁচদিন ব্যাপী আলোকচিত্র প্রর্দশনী আজ বুধবার বিকাল ৪টায় থেকে শুরু হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু এ প্রর্দশণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের প্রদর্শনীতে আলোকচিত্র শিল্পী যাঁদের ছবি স্থান পেয়েছে তাঁরা হলেন মানির মৃত্তিক , জিয়া উদ্দিন স্বাধীন, ওয়াহিদুজ্জামান শাহীন, আসাদুজ্জামান পাপ্পু, আবীর মাহমুদ, অনিন্দ কুমার দাস, এএইচকে শুভ, আল-আমীন অভরো, আহম্মেদ রাফি, অনির্বান চৌধুরী, আখি আহম্মেদ, মেরী লিজা ম্রং, অনিক বর্মন, আসাদুর রহমান, আরাফাত হোসাইণ আবির, আজিম খান রনি, নাফিজা আলম রোজা, আলী ইমাদ সরকার, সামিয়াল হাসান খান, দিপন রায়, ইনা ইসরাত, ফাহিম চৌধুরী, ইসলাম হোমাইরা, জগলুল পামা রুশো, খালিদ মাহমুদ শাহাদ, জুবেল আহমেদ জেবু, মোঃ মহিউদ্দিন, মাহবুব আলম পাপুন, মোঃ শাবির খান, মাসুদ রানা, মোঃ আসাফ-উদ-দৌল্লাহ, আশিকুর রহমান, নাজমুস সাকিব, মাসুদ আল-হাসান, ওয়াহিদ হাসান, তানভির ইসলাম, রায়হান রাহিম জিম, সুলতান আহম্মেদ নিলয়, মিজানুন হোসাইন, মীর নুসরাত ফিরোজ আলভি, নুসরাত জাহান জেনুই, মোঃ মাহবুবুল হক, মীর সাহিব আল আহাদ, অমিয় পাল পার্থ, রাকিব খান পাঠান ববি,রাজিব খান বাপ্পি, রোকেয়া লিজা, সাদেক হোসেন, মাকসুদুল হক শাকুর, খন্দকার রহমান, সিরাজুল ইসলাম ইনাম,সৌভিক সরকার, সুমাইয়া জাফরিন চৌধুরী, শুভ মৃধা, মোহাম্মদ আসিফ, সৈয়দ রেদোয়ান হক, সুমন জামান, জেবা ফারিহা, রিফাত হাসান দিপ্রো, তপু সাহা, আরিজিত অংকুর, শিহাব মাহমুদ। প্রতিটি ছবি কাচের ফ্রেমে বাধাই করা সাদাকালো, রঙ্গিন ছবিগুলো দর্শকদের মনে কেড়ে নিয়েছে। ছবিগুরো বলে দিচ্ছে ময়মনসিংহ শহরের অবস্থা কেমন হওয়া উচিৎ। আমাদের জীবনযাত্রা কেমন থাকা দরকার, শিশুদের অধিকার বাস-বায়নে আইনের প্রয়োগ দরকার। সোজা কথা ছবির সাথে পরিচয় না হলে যেন মনে হবে আপনার কমতি