| সকাল ৯:৫৮ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তাড়াইলে তিন জুয়াড়ির ১৫ দিনের কারাদন্ড

 

আমিনুল ইসলাম বাবুল : ০৩, জুন, বুধবার,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আজ বুধবার বিকালে তিন জুয়াড়িকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার কৌলি গ্রামের আবদুল করিমের ছেলে আবু ছিদ্দিক (৪০), আমির হোসেনের ছেলে কাজল মিয়া (৩৫) ও চেঙ্গুরিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে রেনু মিয়া (৩৮)।
জানা গেছে, বুধবার বেলা ৪টার দিকে উপজেলার পুরম্নড়া চৌরাসত্মা বাজারের আলাল উদ্দিনের চায়ের দোকানের পেছনে বসে জুয়া খেলার সময় তাড়াইল থানা পুলিশ তাদের আটক করে । পরে আটকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও রাবেয়া আকতার তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুছ ছালাম মিয়া জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩১ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৫