| সকাল ১১:০৬ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাত্রী অপহরণকারীর শাস্তির দাবীতে নেত্রকোনায় নারী প্রগতি সংঘের প্রেস কনফারেন্স

নেত্রকোনা প্রতিনিধি : ০৩, জুন, বুধবার,

জেলা শহরের পূর্বকাটলীতে নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের সম্মেলন কক্ষে মঙ্গলবার বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কিশোরী শিল্পী রানী দাসের(১৫) অপহরণকারী দোস- মোহাম্মদ খানকে গ্রেফতারের দাবীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্র ওই কনফারেন্সের আয়োজন করে।
নেত্রকোনা কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বারহাট্টা কেন্দ্র ব্যস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক, নারী নেত্রী তাহেজা বেগম এ্যানী, কিশোরীর বাবা নিখিল চন্দ্র দাস, কাকা অনিল চন্দ্র দাস, সঞ্জয় সরকার, আলপনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, জেলার বাহাট্টার রায়মাধব গ্রামের নিখিল চন্দ্র দাসের কন্য শিল্পী রানী দাস গত ৪ মার্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের স্কুল শিক্ষক দোস- মোহাম্মদ খান অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ৭মার্চ মেয়ের বাবা নিখিল চন্দ্র দাস বাদী হয়ে দোস- মোহাম্মদ খানকে আসামী করে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তিন মাস সময় অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে পারেনি।

সর্বশেষ আপডেটঃ ৬:২৭ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৫