| সকাল ৬:০১ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডক্টরেট ডিগ্রি উপাধি পেলেন বিদ্যা বালান

অন লাইন ডেস্ক,৩ জুন,বুধবার:

ভারতীয় সিনেমায় অনবদ্য অবদান ও রূপালি পর্দার মাধ্যমে নারীর শক্ত অবস্থান তুলে ধরার প্রয়াসের স্বীকৃতিস্বরূপ ডক্টরেট ডিগ্রি উপাধি পেলেন বিদ্যা বালান। গত ১ জুন আহমেদাবাদের রাই ইউনিভার্সিটি তাকে এই সম্মান দিয়েছে। এ জন্য তিনি অভিভূত।

এক বিবৃতিতে বিদ্যা বলেছেন, ‘এই সম্মান পাওয়া সত্যিকার অর্থেই অভূতপূর্ব ব্যাপার। আমি সম্মানিত। চলচ্চিত্রে ২০১৫ সালে আমার দশ বছর পূর্ণ হবে, তাই খেতাবটির বিশেষ মাত্রা আছে। দেশের তরুণদের আদর্শ হওয়া যায় এমন কিছু কাজ করার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না একজন অভিনয়শিল্পীর কাছে। আশা করি, এই ডিগ্রি আমাকে অনুপ্রাণিত করবে।’

‘রাই’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যাকে এ সম্মান দিতে পেরে খুশী। তাদের মতে বিদ্যার ছবিতে যেভাবে দেশীয় চেতনা এবং নারীত্বের প্রকাশ ঘটেছে, তা এক কথায় অসাধারণ। সে জন্যই তিনি এ স্বীকৃতির যোগ্য।

সর্বশেষ আপডেটঃ ১২:৩২ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৫