| সকাল ৮:১৪ - বুধবার - ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি

৯০ কোটি ছাড়িয়ে ১০০ কোটির পথে জিমেইল

বিনামূল্যের ইন্টারনেট সেবা হিসেবে পুরো বিশ্বেই বেশ নামডাক রয়েছে জিমেইলের। ২০০৪ সালে যাত্রা শুরু করে গুগলের এই সেবাটি। আর এই ১১ বছরে জিমেইলের ব্যবহারকারী ছাড়িয়ে গেছে ৯০ কোটি।

গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও ২০১৫-তে এ তথ্য জানান গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিছাই। তিনি বলেন, বর্তমানে জিমেইলের মোট ব্যবহারকারীর প্রায় ৭৫ শতাংশই মোবাইল থেকে জিমেইল ব্যবহার করে।

উল্লেখ্য যে, ২০১২ সালে জিমেইল ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৪২ কোটি ৫০ লাখ। অর্থাৎ মাত্র তিন বছরেই দ্বিগুণের বেশি হয়েছে জিমেইল গ্রাহকের সংখ্যা।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৮ পূর্বাহ্ণ | জুন ০৩, ২০১৫