উইন্ডোজ ১০ আসছে আগামী মাসেই
আগামী মাসেই বাজারে আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। ২৯শে জুলাই থেকে এটি পাওয়া যাবে বলে এক টূইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের হেড অফ মোবাইল জো বেলফিওর।
বিশ্বের ১৯টি দেশে একযোগে এই অপারেটিং সিস্টেম বাজারজাত করা হবে। একইসাথে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরাও পাবেন এক বছরের জন্য ফ্রি আপগ্রেড।
বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডোজ ১০ ডেভেলপার সংস্করণের বিল্ড ১০১৩০।