| রাত ১১:৫৯ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রানাপ্লাজা ধস রানাসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

অনলাইন ডেস্ক, ০১ জুন, সোমবার,

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়েরকৃত দুই মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কর আদালতে এই চার্জশিট দাখিল করেন। হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা আলাদা দুটি মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে খালেক কুলু, সাভার থানার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, বর্তমান কমিশনার মোহাম্মদ আলী খানসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে। তবে একই আসামি দুই মামলায় থাকায় ৪২ জন ধরা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় আসামি করা হয়েছে ৪২ জন আর সাক্ষী করা হয়েছে ৫৯৪ জনকে। ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে এবং সাক্ষী করা হয়েছে ১৩০ জনকে। রানা প্লাজা ধসের ঘটনায় ২০১৩ সালের ২৫শে এপ্রিল সাভার থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়। একটি অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা, অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা।

সর্বশেষ আপডেটঃ ৭:২১ অপরাহ্ণ | জুন ০১, ২০১৫