| সকাল ১১:১১ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আইনজীবী সমিতির ভবনের অসমাপ্ত ছাদের কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদ প্রশাসক

 

স্টাফ রিপোর্টার ঃ ১ জুন ২০১৫, সোমবার:
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্মানাধীন মূল ভবনের অসমাপ্ত ছাদের কাজ দ্রুত সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক এড. জহিরুল হক। তিনি আরো জানান, ইতিমধ্যেই ৩০ লক্ষ টাকার কাজের টেন্ডার আহবান করা হয়েছে প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই কাজ শুরু করা হবে। গতকাল সোমবার দুপুরে আইনজীবী সমিতির নিমার্ণাধীন ভবন পরিদর্শনকালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের ভবন জেলা পরিষদ প্রশাসক এড. জহিরুল হক খোকা এ প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এড. নুরুল হক, পি.পি এড. ওয়াজেদুল ইসলাম, জি.পি এড. আনোয়ার হোসেন খান, প্রবীণ আইনজীবী এড. ফিরোজ উদ্দিন আহমেদ, এড. জি.এম আনোয়ার, এড.কবীর উদ্দিন ভূইয়া, এড. শেখ আবুল হোসেন, এড. ফজলুল হক, এড. আলহাজ আবু সিদ্দিক, এড. আবু কালাম আজাদ, এড. ইসলাম উদ্দিন সরকার, এড. আব্দুল মোত্তালেব লাল, এড. ইসলাম উদ্দিন সরকার, এড. এম.এ হান্নান খান, এড. আবু হানিফ খান, এড. ওবায়দুল হক শোভন, এ. মিয়া মঞ্জুরুল আলম, এড. রফিকুল ইসলাম তৃষা, এড. ইয়াছিন আলী, এড. লুৎফর রহমান শামীম, এড. শামসুন্নাহার শিলা, এড. রোকাসানা আক্তার প্রমুখ। পরে জেলা পরিষদ প্রশাসক আইনজীবী সমিতি ভবনে উপসি’ত হয়ে আইনজীবীদের কুশালাদি জানেন। এসময় সাধারণ সম্পাদক এড. নুরুল হক জেলা পরিষদের অর্থায়নে সমিতির অভ্যন-রীন রাস্তাটির সংস্কার করার দাবী জানান।

সর্বশেষ আপডেটঃ ৭:০৪ অপরাহ্ণ | জুন ০১, ২০১৫