| রাত ১২:৩২ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেইমারের জোড়া পায়ের লাথি…

অন লাইন ডেস্ক,১ জুন ২০১৫, সোমবার:

এবারের মওসুম নেইমার ৫০ ম্যাচে পেয়েছেন ৩৮ গোল। ম্যাচে জোড়া গোলের কৃতিত্বও একাধিকবার। তবে এবার নেইমার আলোচনায় জোড়া পায়ের লাথি নিয়ে। শনিবার স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনালে খেলা শেষের দুই মিনিট আগে বল দখলের লড়াইয়ে অ্যাথলেটিক বিলবাও তারকা উনাই বুসতিনজাকে জোড়া পায়ে লাথি বসান নেইমার। এ ঘটনায় উত্তেজিত বিলবাও খেলোয়াড়রা তেড়ে যান নেইমারের দিকে। তবে ম্যাচ শেষে নেইমার বলেন, তারা রাগ করতে পারে। তবে বছরের পর বছর ধরে আমার খেলাটা এমনই। কারও রাগ দেখে আমার খেলার ধরন বদলানোর কোন কারণ নেই। তবে ম্যাচ শেষে নেইমার উল্টো কথা শুনছেন বস লুইস এনরিকের কাছেও। বার্সেলোনা কোচ এনরিকে বলেন, স্পেনের ফুটবলে এমন খেলাকে খুবই বাজেভাবে দেখা হয়। বিলবাও দলে আমি থাকলে একই রকম রাগ করতাম। এমনকি আমার রাগ আরও বেশি হতে পারতো। কিন্তু ব্রাজিলে এমন খেলা স্বাভাবিক। আমি জানি, প্রতিপক্ষ খেলোয়াড়কে আসলে আঘাত করার  অভিপ্রায় থাকেনা তার। বরং সে এমন খেলায় অভ্যস্ত। সামনে আমরা এমন ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করবো। বিলবাও কোচ আরনেস্টো ভালভেরদে বলেন, মাঠের আচরণ শিখতে হবে তার। স্পেনে এমন চলবে না। আমি নিশ্চিত, তার ভক্তরাও ঘটনাটি ভাল চোখে দেখছে না।

সর্বশেষ আপডেটঃ ৫:০৯ অপরাহ্ণ | জুন ০১, ২০১৫