| সকাল ১০:১৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বার্সেলোনার পক্ষে বিশ্বকাপ জেতাও সম্ভব !

অন লাইন ডেস্ক,১ জুন ২০১৫, সোমবার:

বার্সেলোনার পক্ষে বিশ্বকাপ জেতাও সম্ভব! আর উত্তেজনা ও মানের দিক দিয়ে বিশ্বকাপের চেয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ বেশি এগিয়ে বলে মনে করেন মার্কো ভ্যান বাস্তেন। ফিফা বিশ্বকাপ খেলা হয় বিশ্বের বাছাইকৃত আন্তর্জাতিক দল নিয়ে। আর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ খেলা হয় ইউরোপের সেরা ক্লাবগুলো নিয়ে। কিন্তু স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যদি বিশ্বকাপে খেলে তাহলে তারাই শিরোপা জিতবে বলে মনে করেন নেদারল্যান্ডসের এ কিংবদন্তি স্ট্রাইকার। চলতি মওসুমে দুর্দান্ত বার্সেলোনা। স্প্যানিশ লা-লিগার পর কোপা দেল রে’র শিরোপাও জিতেছে তারা। এখন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হয়ে মওসুমে ট্রেবল শিরোপা জয়ের সামনে তারা। ৬ জুন ফাইনালে ইতালির ক্লাব জুভেন্টাসকে হারালে ইউরোপের প্রথম ক্লাব হিসেবে দুইবার ট্রেবল শিরোপা জিতবে বার্সেলোনা। এর আগে ২০০৮-০৯ মওসুমে ট্রেবল জিতেছিল তারা। আর এই মওসুমে বার্সেলোনাকে এই অবস্থায় উন্নীত করেছেন তাদের তিন ফরোয়ার্ড- লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। বার্সেলোনার এখনকার পারফর্মে যারপর নাই মুগ্ধ ক্যারিয়ারে ৩ বার ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ভ্যান বাস্তেন। বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স লীগ অনেক জমজমাট ও উত্তেজনাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগে বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলে। এবারের সেমিফাইনালের দিকে তাকান। বিশ্বের সেরা খেলোয়াড়রা এই পর্যায়ে খেলেছে। এতে মান ও উত্তজনার দিক দিয়ে বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স লীগ এগিয়ে।’ বার্সেলোনায় মুগ্ধ হয়ে সাবেক আয়াক্স ও এসি মিলানের এ তারকা খেলোয়াড় বলেন, ‘বার্সেলোনা যদি বিশ্বকাপে খেলে তাহলেও তারা শিরোপা জিতবে। এবং বারবারই জিতবে।’ ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ‘নিশান’-এর বিশেষ দূত হিসেবে থাকবেন ভ্যান বাস্তেন। বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স লীগ বেশি উত্তেজনাপূর্ণ কেন, তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগের ফুটবল অনেক আগ থেকেই দুর্দান্ত। এখানে প্রচুর গোল হয়, প্রতিপক্ষ ক্ষণে ক্ষণে আক্রমণ করে। প্রায়ই শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা যায়। ১০ বছর আগে বার্সেলোনা এই ধারা শুরু করেছিল। এখন সেটা আরও উন্নত হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | জুন ০১, ২০১৫