| রাত ১২:৫৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সার্ক চলচ্চিত্র পুরস্কার পেলো ইমপ্রেসের ‘মৃত্তিকা মায়া’

অন লাইন ডেস্ক,১ জুন ২০১৫, সোমবার:

 শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজিত সার্ক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে রৌপ্য পদক পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মৃত্তিকা মায়া’। এবারের উৎসবে বাংলাদেশ ও আফগানিস্তানসহ ৮ টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। শ্রেষ্ঠ তিন ছবিকে দেয়া হয় পুরস্কার। ৯ টি শর্টফিল্ম ও ৯টি ফিচার ফিল্ম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সিঙ্গাপুর, ইরান ও তাজিকিস্তানের জুরিরা। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি, সেরা চলচ্চিত্র পরিচালকসহ ১৭টি বিভাগে পুরস্কার পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, অপর্ণা ঘোষ, তিতাস, শর্মীমালা প্রমুখ।

 

সর্বশেষ আপডেটঃ ১:১৩ অপরাহ্ণ | জুন ০১, ২০১৫