| রাত ২:১৭ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সোনারগাঁয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে নিহত ৩

অনলাইন ডেস্ক | ৩১ মে ২০১৫, রবিবার,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাড়ির ‘সেপটিক ট্যাংকে’ পড়ে ৩ জন নিহত হয়েছেন।  আজ বেলা দেড়টার দিকে সাদিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নানাখি এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ওয়ার্ডের  মেম্বার কাশেম মিয়ার ছেলে শাহজালাল (২৫), একই এলাকার  মোহাম্মদ আলীর ছেলে ওসমান (৩৬) ও আনসার হোসেনের  ছেলে সাব্বির (১০)। এদের মধ্যে ওসমান সাব্বিরের মামা।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সাব্বির গাছ থেকে আম পাড়ার সময় কয়েকটি আম ১৬ ফুট গভীর ওই সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে। আম কুড়াতে ট্যাংকের খোলা মুখ দিয়ে ভেতরে ঢুকে সাব্বির। বেশ কিছুক্ষণ ধরে সে না ফিরলে তাকে উদ্ধারের জন্য সেখানে নামেন ওসমান। কিছুক্ষণ পর ট্যাংকের ভেতর থেকে চিৎকার শুনে পাশে কর্মরত রাজমিস্ত্রী শাহজালালও ট্যাংকে নামেন।
পরে এলাকাবাসীরা ট্যাংকের দেয়াল ভেঙে ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করে। ট্যাংকির ভেতরের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৭:২৪ অপরাহ্ণ | মে ৩১, ২০১৫