| সকাল ৬:৩৮ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

২০১৮ সালে রাশিয়ায় ও এরপর কাতারেই হবে বিশ্বকাপ

অন লাইন ডেস্ক,৩১ মে ২০১৫, রবিবার:

টানা পঞ্চমবারের মত ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া সেপ ব্লাটার নিশ্চিত করে জানিয়েছেন, ফুটবলের আঞ্চলিকতা রক্ষায় বিশ্বকাপ আয়োজনে কোন পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট নির্বাচিত হবার একদিন পরেই ফুটবল গভর্নিং বডির এক সভায় এমনটি জানান ৭৯ বছর বয়সী এ সুইস নাগরিক।

২০১৮ সালে ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ আয়োজন করবে রাশিয়া। আর চার বছর পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে পরের আসরটি। ব্লাটার জানিয়েছেন ৩২ দলের এ বিশ্বকাপের নির্ধারণ করা জায়গায় কোন পরিবর্তন আসবে না।

এক সাক্ষাতকারে ব্লাটার বলেন, ‘আজ সকালে আমরা (ফিফা এক্সিকিউটিভ কমিটি) দারুণ একটি সভা শেষ করলাম। অন্য অনেক বিষয়ের সঙ্গে আমরা একমত হয়েছি যে, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ আগের জায়গাতেই হবে।’

এর আগে গত শুক্রবার (২৯ মে) জুরিখে ফিফা ৬৫তম কংগ্রেসে একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসাইনকে হারিয়ে আবারো সংস্থাটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ব্লাটার।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৬ অপরাহ্ণ | মে ৩১, ২০১৫