| সকাল ৯:৩৮ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মার্কিন ভাইস প্রেসিডেন্টের পুত্রের মৃত্যু

অন লাইন ডেস্ক,৩১ মে ২০১৫, রবিবার:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের (৭২) পুত্র যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সাবেক অ্যাটর্নি জেনারেল বো বাইডেন ৪৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল মারা যান তিনি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, পুরো বাইডেন পরিবার এ ঘটনায় ভাষাতীতভাবে শোকাচ্ছন্ন। এদিকে জো বাইডেনের পুত্রের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। বো বাইডেন তার পিতার মতোই ছিলেন বলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওবামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জো বাইডেন তার বিবৃতিতে বলেন, আমরা জানি বোর আত্মা আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে, বিশেষ করে তার সাহসী স্ত্রী হ্যালি ও তার অসাধারণ দুই সন্তান ন্যাটালি ও হান্টারের মধ্যে। গত বছর বো বাইডেন এক ঘোষণায় বলেছিলেন, ২০১৬ সালে ডেলাওয়ার অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য প্রতিদ্বদ্বিতার পরিকল্পনা করছেন তিনি। ২০১০ সালে মৃদু স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বো। ২০১৩ সালের আগস্টে তার মস্তিষ্কে ক্যান্সারের উপস্থিতি ধরা পড়ে। এরপর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। রেডিয়েশন ও কেমোথেরাপি দেয়া হয়। ওই বছরের নভেম্বরে তার স্বাস্থ্যগত সমস্যা নেই বলে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০১৫ সালের বসন্তে পুনরায় ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন বো বাইডেন। এ মাসে ওয়াল্টার রিড আর্মি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় তাকে। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা বোর পাশেই ছিলেন। পিতার খুব ঘনিষ্ঠ ছিলেন বো বাইডেন। রাজনৈতিক প্রচারণার সময়ও তিনি পাশেই পেতেন পিতাকে। ৮ বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন বো বাইডেন। ২০১৫ সালে বিনিয়োগকারী আইন প্রতিষ্ঠান গ্র্যান্ট অ্যান্ড আইজেনহোফার-এ যোগদান করেন তিনি। ডেলাওয়ার আর্মি ন্যাশনাল গার্ডের অধীনে ইরাকে ১ বছর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:৩১ অপরাহ্ণ | মে ৩১, ২০১৫