| দুপুর ১:১০ - শনিবার - ২৩শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রমজান, ১৪৪৫ হিজরি

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ২৬

অন লাইন ডেস্ক,৩১ মে ২০১৫, রবিবার:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন আল-জাজিরা। বর্নো প্রদেশের পুলিশ কমিশনার আদেরেমি ওপাদোকুন জানিয়েছেন, মানডে মার্কেট এলাকায় শরীরের সঙ্গে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বাঁধা এক আত্মঘাতী বোমা হামলাকারী আলহাজী হারুনা মসজিদে বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। বড় ধরনের এ বিস্ফোরণে মসজিদের ছাদ উড়ে যায় এবং অগ্নিকা-ে মসজিদের ম্যাট ও কয়েকটি কোরআন শরীফ পুড়ে যায়। আজ নাইজেরিয়ায় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শপথ নেবেন। তার একদিন আগেই ভয়াবহ এ হামলার ঘটনা ঘটলো। এক বিবৃতিতে বুহারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে মসজিদে হামলার দায় এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৮ অপরাহ্ণ | মে ৩১, ২০১৫