| রাত ৯:৫৩ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ ৩০ মে ২০১৫, শনিবার:

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকাল ৪ টায় ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বরে সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা শাখা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলসহকারে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত বক্তব্যে মধ্যে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন। সমাবেশে বক্তাগণ বলেন, সারা দেশে ‘খ’ তফসিল ভূক্ত অর্পিত সম্পত্তি নিয়ে এক ধরণের অরাজকতা চালানো হচ্ছে। সরকার ‘খ’ তফসিল বাতিল করার পর গত বছরের ১৪ জুলাই ভূমি মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। তাতে বলা হয়, ‘খ’ তফসিল ভূক্ত যেসব সম্পত্তি ভোগ দখলকারী এক বছরের মধ্যে তাদের মালিকানার সমর্থনে বৈধ প্রমাণপত্র ও দলিলাদি উপস’াপনে ব্যর্থ হবেন, তাঁদের সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ ধারা মতে খাস ঘোষণা করা হবে। এই পরিপত্র অনুযায়ী আর মাত্র দুই মাস সময় বাকী আছে মালিকানাস্বত্ব প্রমাণের, অথচ মালিকানার বৈধ প্রমাণপত্র খতিয়ান, দলিল, সনদপত্র প্রভৃতি ভূমি অফিস থেকে সরাবরাহের নানা অজুহাতে দীর্ঘ সময় ক্ষেপন করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলনে ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সবরকম চক্রান- নস্যাৎ করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনে যথাযথ বাস-বায়ন। ‘খ’ তফসিলের সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে ঘোষিত এক বছরের স’লে পাঁচ বছর করা ও এই সম্পত্তির খাজনা আদায় ও নাম জারির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ ও প্রশাসনের হয়রানি বন্ধ করা ও আইনের যথাযথ বাস-বায়ন নিশ্চিত করা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টির করছেন এক শ্রেণির কর্মকর্তা কর্মচারীরা। ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি এডভোকেট বিকাশ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন সরকার, কোষাধ্যক্ষ যাদব চন্দ্র সেন, লিটন দাস, নলনীকান- দেবনাথ, এডভোকেট আব্দুল মোতালেব লাল, প্রবিত্র রঞ্জন রায়, লীনা জাম্বিল, ধীরেশ চিরাং, এডভোকেট প্রশান- কুমার দাস চন্দন, অধ্যাপক তাপস সাহা, নীরঞ্জন চন্দ্র বর্মন, নিহার রঞ্জন দে কৃষ্ণ, বাবুল শিকদার, রঞ্জন মজুমদার শিবু অমিত মিশ্র প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৫ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫