| সকাল ৬:১৫ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

এস.এস.সি পরীক্ষায় বাজিতপুরে ১৪২ জন, হোসেনপুরে ৩৪ জন জি.পি.এ- ৫ পেয়েছে

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ৩০ মে ২০১৫, শনিবার:

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বাজিতপুর উপজেলার ১৪টি বিদ্যালয়ের মধ্যে ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষাায় ১৪২ জন শিক্ষার্থী জি.পি.এ-৫ পেয়েছে। তন্মধ্যে আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে জি.পি.এ- ৫ পেয়েছে ৭২ জন, বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে জি.পি.এ- ৫ পেয়েছে ২৮ জন, বাজিতপুর রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজে জি.পি.এ- ৫ পেয়েছে ১১ জন, বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক মডেল উচ্চ বিদ্যালয়ে জি.পি.এ- ৫ পেয়েছে ২১ জন, সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ে জি.পি.এ- ৫ পেয়েছে ৪ জন, হালিমপুর উচ্চ বিদ্যালয়ে জি.পি.এ- ৫ পেয়েছে ২ জন ও হিলচিয়া উচ্চ বিদ্যালয়ে জি.পি.এ- ৫ পেয়েছে ৪ জন।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলায় এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ এ+ পেয়েছে ৩৪জন। হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ ১৫জন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১৪জন, এসআরডি উচচ বিদ্যালয় ২জন, লুলিকান্দি উচ্চ বিদ্যালয় ১জন এবং আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ১জনসহ মোট ৩৪জন এ+ পেয়েছে।
ফলাফলে শ্রেষ্ঠ হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ঃ হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ এ+ পেয়েছে ১৪জন এবং পাশের হার ৯৭.৬২%। হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব বেগম জিন্নাত আক্তার জানান, ভবিষ্যতে এসএসসি পরীক্ষার ফলাফল শতভাগে উন্নতি করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪০ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫