| রাত ১১:১৩ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল ও ঈশ্বরগঞ্জ শহীদ জিয়ার শাহাদাত বাষির্কী পালিত

 

নান্দাইল ও  ঈশ্বরগঞ্জ  প্রতিনিধি ঃ ৩০ মে ২০১৫, শনিবার: 

আজ  শনিবার (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী নান্দাইল ও ঈশশ্বরগঞ্জ উপজেলায় সর্বত্র পালিত হয়েছে। নান্দাইল উপজেলা মাজার বাসষ্ট্যান্ডে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপি’র আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি’র সভাপতি চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী। উপসি’ত ছিলেন। বক্তব্য রাখেন মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি নেতা এনাম আহম্মেদ, জহিরম্নল ইসলাম জহির, উপজেলা বিএনপি’র চন্ডীপাশা নতুন বাজারস’ কার্যালয়ে বিএনপি নেতা আবদুল হেকিম সেনাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ্‌িবএনপি নেতা মোমেন হোসেন ভুইয়া, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এনামূল কাদির, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর রফিকুজ্জামান মনির, বিএনপি নেতা আবদুল মান্নান মাষ্টার প্রমূখ। এ ছাড়া নান্দাইল উপজেলার ১২ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ্‌উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়এ উপলড়্গে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলড়্গে উপজেলার ১২ ইউনিয়নের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করন ও কালো পতাকা উত্তেলন করা হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-জানান,Zia 111
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মধ্যবাজার গোহাটাস’ দলীয় কার্যালয়ে শাহাদত বার্ষিকী উপলড়্গে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালী ভোঁজের আয়োজন করা হয়। এসময় উপসি’ত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারম্নন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরম্নল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির সহ সভাপতি নুরম্নন্নবী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক তারেক আজিজ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তারেক ইবনে মুজিব, সহসভাপতি আরমান শরিফ, আমিনুল ইসলাম ভূইয়া রনি, সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু, কলেজ ছাত্রদলের সভাপতি অলি, সাধারণ সম্পাদক শরীফ সহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলড়্গ্যে কলেজ সংলগ্ন আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপসি’ত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান জয়পূরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, বিএনপি নেতা শামছুল ইসলাম তালুকদার, মাহমুদ হোসেন মাসুদ, জিয়াউলস্নাহ হক প্রমুখ।###

সর্বশেষ আপডেটঃ ৮:০৯ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫