| সকাল ৮:১৬ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি; ৩০ মে ২০১৫, শনিবার:
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন ও অষ্টগ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে।আজ  শনিবার সকালে মিঠামইনের ঘাগড়ার বেড়ির হাওরে গরম্ন আনতে গিয়ে বজ্রপাতে তৃতীয় শ্রেণীর ছাত্র অলিন (১২) ঘটনাস’লেই মারা যায়। নিহত অলিন ঘাগড়া গ্রামের মস’ মিয়ার ছেলে। অন্যদিকে একই সময়ে অষ্টগ্রাম ও নিকলী উপজেলার সীমানত্মবর্তী বড় হাওরে নিয়ামত (৪০) নামে এক জিরাতি চাষী বজ্রপাতে মারা যায়। নিহত নিয়ামত এসময় তার খলার বাথান ঘরে অবস্থান করছিলেন। সে পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাবোর বাসিন্দা বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৭ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫