| সকাল ৯:৪৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুর প্রেসক্লাব সভাপতির স্বর্ণপদক লাভ

 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:৩০ মে ২০১৫, শনিবার:
হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাপ্তাহিক হোসেনপুর বার্তা’র সম্পাদক প্রদীপ কুমার সরকার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শেরেবাংলা স্বর্ণপদক লাভ করেছেন। শুক্রবার (২৯মে) সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে শেরে-বাংলা একে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক স্বর্ণপদক ২০১৫ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে পদক তুলে দেন বিচারপতি মোঃ আমিরুল কবির চৌধুরী। এছাড়াও তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক মানবাধিকার পদক ২০১৫ ও কবি শাহ্‌ সোহরাব উদ্দিন পদক লাভ করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৩ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫