| রাত ১:৪১ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

মুক্তাগাছা প্রতিনিধি :৩০ মে ২০১৫, শনিবার:

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মীর জাহাঙ্গীর কবির হিমেল নিহত হবার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে আজ শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মুক্তাগাছা উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক মালিক এসোসিয়েশন ও সচেতন জনতার ব্যানারে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক মালিক এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক একেএম মাজহারুল হক বিপ­ব, সাংগঠনিক সম্পাদক এবিএম শরিফুল হক রাসেল,ডা. মোস্তাক আহমেদ তালুকদার, পল­ী চিকিৎসক সমিতির সভাপতি ডা. হেলাল উদ্দিন, পারভেজ সাজ্জাদ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫