| রাত ১০:২৪ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

হালুয়াঘাটে ৩ গারো অস্ত্র ব্যবসায়ী আটক

হালুয়াঘাট প্রতিনিধি, ৩০ মে ২০১৫, শনিবার:

ময়মনসিংহের সীমানত্মবর্তী উপজেলা হালুয়াঘাট থেকে অস্ত্র ও গুলিসহ তিন আদিবাসী যুবককে আটক করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। আজ শনিবার বিকেলে উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হযেছে।
র‌্যাব-১৪ এর এ এস পি শামীম আরা বেগম জানিয়েছে, দীর্ঘদিন ধরে হালুয়াঘাট সীমানত্ম এলাকা দিয়ে আদিবাসী কিছু নাগরিক অস্ত্র ব্যাবসা করে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-১৪ এর্ব গোয়েন্দা বিভাগের সদস্যারা পরিচয় গোপন করে কৌশলে তাদের সাথে যোগাযোগ করে অস্ত্র কেনার প্রস্তাব দেয়। পরে গত শনিবার র‌্যাবের গোয়েন্দা সংস্থার কাছে ৩ গারো অস্ত্র ব্যবসায়ী ১টি বিদেশী পিসত্মল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি বিক্রি করতে আসলে র‌্যাব তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হল হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের বিপন্ন রিছিলের পুত্র অনি চিসিম (১৯), কালিয়ানীকান্দা গ্রামের লিটু দিও এর পুত্র থাংসু রিছিল (১৮) এবং পলাশতলা গ্রামের গৌরাঙ্গ মানখিন এর পুত্র ইফুইম মৃ (২০)। তাদের বিরম্নদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস’তি চলছে বলে র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৪০ অপরাহ্ণ | মে ৩০, ২০১৫